কম্পিউটার বিষয়ে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-২ এর মাধ্যমে(১১- ২০ নং পর্যন্ত) ১০টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।
১১ |
ইনপুট ডিভাইস কাকে বলে ? উদাহরণ দাও |
উঃ- |
যে যন্ত্রাংশের
সাহায্যে কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে । যেমন- কী-বোর্ড,মাউস,জয়স্টিক,লাইট
পেন ইত্যাদি । |
১২ |
আউটপুট ডিভাইস কাকে বলে ? উদাহরণ দাও |
উঃ- |
আউটপুট ইউনিটের
মাধ্যমে আমরা কম্পিউটারের সমস্ত রকম কাজ ও তার ফলাফল দেখতে পাই । যেমন-মনিটর,প্রিন্টার,প্লটার,সাউণ্ড
বক্স ইত্যাদি । |
১৩ |
কার্যগত দিক দিয়ে কম্পিউটারকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কি কি ? |
উঃ- |
কার্যগত দিক
দিয়ে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছে- · অ্যানালগ কম্পিউটার · ডিজিটাল কম্পিউটার · হাইব্রিড কম্পিউটার |
১৪ |
অ্যানালগ কম্পিউটার কাকে বলে ? |
উঃ- |
যে সকল পরিমানের
ক্ষেত্রে তথ্যের সূক্ষ্ম বা সঠিক ফলাফল পাওয়া যায় না তাদের অ্যানালগ কম্পিউটার বলে
। |
১৫ |
ডিজিটাল কম্পিউটার কাকে বলে? |
উঃ- |
যে সকল কম্পিউটার
ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত বা ডিজিটাল নির্দেশ গ্রহন করে কাজ করে তাদের ডিজিটাল
কম্পিউটার বলে । |
১৬ |
হাইব্রিড কম্পিউটার কাকে বলে ? |
উঃ- |
যে সকল কম্পিউটারে
অ্যানালগ ও ডিজিটাল এই দুই প্রকার কম্পিউটারের প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে হাইব্রিড
কম্পিউটার বলে । |
১৭ |
অ্যানালগ কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি কি কি ? |
উঃ- |
· এই ধরনের কম্পিউটার দ্বারা কোনো
পরিবর্তনশীল বস্তু বা পদার্থের পরিমান নির্নয় করা যায় । · খুবই জটিল গাণিতিক সমস্যার সমাধান
করা যায় । · এই ধরনের কম্পিউটার উচ্চ সঞ্চয়ক্ষমতা
সম্পন্ন । · এই কম্পিউটারের ফলাফল প্রকাশের
সূক্ষতা প্রায় ৯৯.৯ শতাংশ পর্যন্ত হয় । |
১৮ |
ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি কি কি ? |
উঃ- |
· এই ধরনের কম্পিউটারগুলি কাজ করে
সংখ্যার(1 এবং 0)মাধ্যমে প্রাপ্ত নির্দেশের দ্বারা । · এই কম্পিউটারগুলি গাণিতিক ও যুক্তিনির্ভর
কাজ করতে সক্ষম । · এই সব কম্পিউটারে প্রাপ্ত ফলাফল
সম্পূর্ণ সূক্ষ্ম প্রকৃতির । · কম্পিউটারগুলি বিজ্ঞানভিত্তিক
এবং ব্যবসায়িক কাজের উপযুক্ত । · কম্পিউটারগুলি মেশিন ল্যাঙ্গুয়েজ
বুঝতে পারে । |
১৯ |
হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি কি কি ? |
উঃ- |
· হাইব্রিড কম্পিউটারের অ্যানালগ
ও ডিজিটাল উভয় প্রকার কম্পিউটারের বিশেষ গুন পরিলক্ষিত হয় । · এই কম্পিউটারগুলির দ্বারা অ্যানালগ
পদ্ধতিতে তথ্য গ্রহণ করে ডিজিট বা সংখ্যার সাহায্যে তার ফল প্রকাশ করা যায় । |
২০ |
কর্মক্ষমতা ও আকৃতিগত দিক দিয়ে কম্পিউটারকে কটি ভাগে ভাগ করা যায় ও কি
কি তা তালিকা আকারে প্রকাশ কর ? |
উঃ- |
১) বৃহৎ
কম্পিউটার সিস্টেম- · সুপার কম্পিউটার · মেইন ফ্রেম কম্পিউটার · মিনি কম্পিউটার ২) ক্ষুদ্র
কম্পিউটার সিস্টেম ( মাইক্রো কম্পিউটার ) · পার্সোনাল কম্পিউটার- PC PC-XT PC-AT · পোর্টেবল কম্পিউটার- ল্যাপটপ পামটপ নোটবুকস পেন কম্পিউটার |
No comments:
Post a Comment