কম্পিউটার শিক্ষার অতি প্রয়োজনীয় ৩৫টি MCQ বা সঠিক উত্তর বেছে লেখো ।এই সকল mcq গুলি অতি সরল বাংলা ভাষায় একটি টেবিলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।যেগুলি আপনার কম্পিউটার শিক্ষা অর্জনে সহায়ক হিসাবে কাজে লাগবে ।যদিও সম্পূর্ণ বিষয়টি ষষ্ঠশ্রেণীর উপযোগী করে একটি টেবিলের মাধ্যমে নিচে দেওয়া হল।
chose correct answer about computer in bengali
নং |
সঠিক
উত্তরটি বেছে নিয়ে লেখ |
উত্তর |
১ |
কম্পিউটার একটি (দ্রুতগতি সম্পন্ন/ ধীরগতি সম্পন্ন
)গণক যন্ত্র । |
দ্রুতগতি সম্পন্ন |
২ |
কম্পিউটার
(ইনপুট/ আউটপুট)নির্দেশগুলিকে বিশ্লেষণ করে |
ইনপুট |
৩ |
(কী-বোর্ড/স্পিকার)একটি
ইনপুট যন্ত্র । |
কী-বোর্ড |
৪ |
কম্পিউটারের
তথ্য সঞ্চয় ক্ষমতা (বৃহৎ /ক্ষুদ্র ) |
বৃহৎ |
৫ |
প্রসেসিং এর
পর প্রাপ্ত ফলাফলগুলি দেখানোর জন্য প্রয়োজনীয় অংশটি হল (ইনপুট / আউটপুট ) |
আউটপুট |
৬ |
(লাইট পেন
/ জয়স্টিক )দ্বারা কম্পিউটার স্ক্রীনে স্কেচ করা যায় । |
লাইট পেন |
৭ |
(আলোক রশ্মি
/ রবারের বল )এর সাহায্যে অপটিক্যাল মাউস পরি চালনা করা হয় । |
আলোক রশ্মি |
৮ |
(কী-বোর্ড
/মাউসের )সাহায্যে কোনো নির্দেশ সরাসরি কম্পিউটারে প্রবেশ করানো যায় । |
কী-বোর্ড |
৯ |
মাউস দেখতে
অনেকটা (গোলাকার /ডিম্বাকার ) |
ডিম্বাকার |
১০ |
জয়স্টিকের
হাতলে (একটি /অনেকগুলি) বাটন থাকে । |
অনেকগুলি |
১১ |
কার্যগত দিক
থেকে কম্পিউটার (দুই/তিন )প্রকার । |
তিন |
১২ |
সঠিক ও সূক্ষ্ম
ফলাফলের জন্য ব্যবহৃত হয় (অ্যানালগ / ডিজিটাল )কম্পিউটার । |
অ্যানালগ |
১৩ |
কোনো একটি
নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয় (অ্যানালগ / ডিজিটাল )কম্পিউটার । |
অ্যানালগ |
১৪ |
ডিজিটাল কম্পিউটারের
দাম অ্যানালগ কম্পিউটারের চেয়ে (বেশি /কম ) |
বেশি |
১৫ |
সহজে বহনযোগ্য
কম্পিউটার হল (মিনি কম্পিউটার / ল্যাপটপ ) |
ল্যাপটপ |
১৬ |
ডানদিক থেকে
বাম দিকের অক্ষরগুলি পরপর মুছে ফেলা যায় (DELETE/ BACKSPACE)কী প্রেস করে । |
BACKSPACE |
১৭ |
(CTRL+S
/CTRL+P)কী দ্বারা কোনো ফাইল সেভ করা যায় । |
CTRL+S |
১৮ |
(HOME/END)কী
ব্যবহার করে কারসারকে লাইনের শেষ অক্ষরে নিয়ে যেতে পারি । |
END |
১৯ |
(CTRL+ALT+DEL/CTRL+ALT+ESC)কী
প্রেস করে কম্পিউটারকে পুনরায় স্টার্ট করা যায় । |
CTRL+ALT+DEL |
২০ |
(স্পেসবার/এন্টার
)কী দ্বারা দুটি অক্ষর বা শব্দের মাঝে ব্যবধান সৃষ্টি করা যায় । |
স্পেসবার |
২১ |
নিব্ল গঠিত
হয় (আটটি/চারটি)বিটের সমম্বয়ে । |
চারটি |
২২ |
1 মেগাবাইট
হল(1024 বাইট/1024 কিলোবাইট) |
1024 কিলোবাইট |
২৩ |
1 বাইট বলতে
(আটটি/চারটি)বিটকে বোঝায় । |
আটটি |
২৪ |
1 টেরাবাইট
হল (1024 মেগাবাইট/1024 গিগাবাইট) |
1024 গিগাবাইট |
২৫ |
বাইনারি ডিজিট
হল (0 এবং 1/ 0 এবং 9) |
0 এবং 1 |
২৬ |
ROM এর সম্পূর্ণ
নাম(READ ONLY MEMORY/RANDOM ACCES MEMORY) |
READ ONLY
MEMORY |
২৭ |
ENIAC হল(প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ/পঞ্চম)প্রজন্মের
কম্পিউটার |
প্রথম |
২৮ |
প্রথম প্রজন্মের
কম্পিউটারের প্রধান যন্ত্রাংশ হল(IC/VACUUM TUBE/VLSI) |
VACUUM
TUBE |
২৯ |
আর্টিফিসিয়াল
ইন্টেলিজেন্স(AI) কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়(প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ/পঞ্চম) |
পঞ্চম |
৩০ |
F1 – F12 কী
গুলি পাওয়া যায় কোন যন্ত্রাংশে(মাউসে/কী-বোর্ডে/জয়স্টিকে) |
কী-বোর্ডে |
৩১ |
LCD মনিটরগুলিতে
কী জাতীয় পদার্থ ব্যবহার করা হয়(তরল পদার্থ/তরল স্ফটিক/কনোটিই নয়) |
কনোটিই নয় |
৩২ |
ডটম্যাট্রিক্স
প্রিন্টারের নীচে কোন উপাদানটি ব্যবহৃত হয়(রিবন/কার্টিজ/টোনার) |
রিবন |
৩৩ |
ROM হল একটি
(প্রাইমারী/সেকেন্ডারী/অক্সিলারী)মেমোরী । |
প্রাইমারী |
৩৪ |
(DVD/RAM/ROM)স্থায়ীভাবে
তথ্য ধরে রাখার ক্ষমতা নেই । |
RAM |
৩৫ |
ক্যাশ মেমোরী
অবস্থান করে (হার্ড ডিক্সে/RAMএর মাঝে/RAM ও CPU এর মাঝে) |
RAM ও CPU
এর মাঝে |
No comments:
Post a Comment