কম্পিউটার বিষায়ক কিছু বাড়ির কাজ । বাম ও ডান দিক সমতা বিধান করার বিষয় যা কম্পিউটার শিক্ষা বিষয়ে জানতে কিছুটা সহায়ক হবে । নিম্নে বাম ও ডান দিক মিল করার কিছু বাড়ির কাজ হিসাবে দেওয়া হল ।
বাম
দিক ও ডান দিকের সমতা বিধান কর |
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
হার্ড ডিস্ক |
A |
অপটিক্যাল ডিস্ক |
২ |
ফ্লপি |
B |
ম্যাগনেটিক ডিস্ক |
৩ |
CD ও DVD |
C |
ফ্ল্যাশ মেমোরি |
৪ |
পেন ড্রাইভ |
D |
ডেটা ধারণ ক্ষমতা 25 GB |
৫ |
ব্লু রে ডিস্ক |
E |
3.5 ইঞ্চি |
উত্তর----
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
হার্ড ডিস্ক |
B |
ম্যাগনেটিক ডিস্ক |
২ |
ফ্লপি |
E |
3.5 ইঞ্চি |
৩ |
CD ও DVD |
A |
অপটিক্যাল ডিস্ক |
৪ |
পেন ড্রাইভ |
C |
ফ্ল্যাশ মেমোরি |
৫ |
ব্লু রে ডিস্ক |
D |
ডেটা ধারণ ক্ষমতা 25 GB |
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা নির্দেশ |
A |
ট্রানজাকশান ফাইল |
২ |
অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন তথ্য ফাইলের মধ্যে সেভ রাখা
হয়। |
B |
মাস্টার ফাইল |
৩ |
প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য স্থায়ী ফাইলের মধ্যে সেভ করে রাখা হয়
। |
C |
ডেটা ফাইল |
৪ |
অস্থায়ী ফাইলে লেনদেন সংক্রান্ত তথ্য সঞ্চিত থাকে । |
D |
প্রোগ্রাম ফাইল |
উত্তর---
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ লেখা নির্দেশ |
D |
প্রোগ্রাম ফাইল |
২ |
অ্যাপ্লিকেশন
প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন তথ্য ফাইলের মধ্যে সেভ রাখা হয়। |
C |
ডেটা ফাইল |
৩ |
প্রতিষ্ঠানের
গুরুত্বপূর্ণ তথ্য স্থায়ী ফাইলের মধ্যে সেভ করে রাখা হয় । |
B |
মাস্টার ফাইল |
৪ |
অস্থায়ী ফাইলে
লেনদেন সংক্রান্ত তথ্য সঞ্চিত থাকে । |
A |
ট্রানজাকশান ফাইল |
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
ছবির যে কোনো অংশ হুব হুব কপি করতে |
A |
Ctrl + V |
২ |
ছবিটিকে সরিয়ে নিয়ে অন্য কোথাও বসাতে |
B |
Ctrl + A |
৩ |
সম্পূর্ণ ছবিটিকে সিলেক্ট করতে |
C |
Ctrl + C |
৪ |
ছবিকে হার্ড ডিস্কে সঞ্চয় করতে |
D |
Ctrl + S |
উত্তর-----------
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
ছবির যে কোনো
অংশ হুব হুব কপি করতে |
C |
Ctrl + C |
২ |
ছবিটিকে সরিয়ে
নিয়ে অন্য কোথাও বসাতে |
A |
Ctrl + V |
৩ |
সম্পূর্ণ ছবিটিকে
সিলেক্ট করতে |
B |
Ctrl + A |
৪ |
ছবিকে হার্ড
ডিস্কে সঞ্চয় করতে |
D |
Ctrl + S |
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
চার্লস ব্যাবেজ |
A |
প্রথম কম্পিউটার |
২ |
ব্লেইস পাস্কাল |
B |
কম্পিউটারের জনক |
৩ |
অ্যাবাকাস |
C |
পাস্কালাইন |
৪ |
এডভ্যাক |
D |
হাওয়ার্ড আইকেন |
৫ |
মার্ক-1 |
E |
জন ভন নয়ম্যান |
উত্তর------------
নং |
বাম
দিক |
নং |
ডান
দিক |
১ |
চার্লস ব্যাবেজ
|
B |
কম্পিউটারের জনক |
২ |
ব্লেইস পাস্কাল |
C |
পাস্কালাইন |
৩ |
অ্যাবাকাস |
A |
প্রথম কম্পিউটার |
৪ |
এডভ্যাক |
E |
জন ভন নয়ম্যান |
৫ |
মার্ক-1 |
D |
হাওয়ার্ড আইকেন |
No comments:
Post a Comment