কম্পিউটার বিষয়ে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-১ এর মাধ্যমে ১০টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।
computer questions and answers
১ |
কম্পিউটার ব্যবহারের সুবিধা গুলি লেখ ? |
উঃ- |
· গতি-
জটিল থেকে জটিলতর কাজ কম্পিউটার দ্রুত করতে পারে। · নির্ভুলতা-
জটিল গণনার কাজ কম্পিউটার নির্ভুল ভাবে করতে পারে। · সঞ্চয় ক্ষমতা- অসংখ্য তথ্য কম্পিউটার তার মেমোরিতে সঞ্চয় করে রাখতে
পারে। · পরিশ্রম ক্ষমতা- অসংখ্য জটিলতম কাজ কম্পিউটার অক্লান্ত ভাবে করতে
পারে। · স্বয়ংক্রিয়তা- কম্পিউটারের স্বয়ংক্রিয়তা অনেক বেশি হওয়ায় নির্দেশ
অনুযায়ী পরপর কাজ করতে থাকে। |
২ |
কম্পিউটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ? |
উঃ- |
দৈনন্দিন মানবজীবনে
কম্পিউটারের গুরত্ব অপরিসীম। তাই যে সকল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে তা
নিচে অতি-সংক্ষেপে দেওয়া হল- · শিক্ষাক্ষেত্রে · স্বাস্থ্যকেন্দ্রে · ব্যবসা-বাণিজ্যে · যোগাযোগ ব্যবস্থায় · ইঞ্ছিনিয়ারিং শিল্পে · ব্যাঙ্ক পরিষেবায় · অফিস-আদালতের কাজে · প্রকাশনার কাজে · তথ্য প্রযুক্তি শিল্পে · প্রশাসনিক কাজে · বিনোদনে |
৩ |
কম্পিউটারের সামগ্রীক কার্যপ্রনালীকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি
? |
উঃ- |
· কম্পিউটারের সামগ্রীক কার্যপ্রনালীকে
চারটি ভাগে ভাগ করা যায়- · ইনপুট গ্রহন করা · ইনপুট থেকে প্রাপ্ত তথ্য বা ডেটা
প্রসেসিং করা · ডেটাকে মেমোরিতে স্টোরেজ করা · প্রসেস করা ডেটা বা তথ্যকে আউটপুটে
প্রেরণ করা । |
৪ |
কম্পিউটারের প্রধান কাজ গুলির সংক্ষেপে বিবরণ দাও ? |
উঃ- |
· ইনপুট- যে যন্ত্রের সাহায্যে কম্পিউটার
ব্যবহারকারী ডেটা গুলি কম্পিউটারে প্রবেশ করায় তা হল ইনপুট ইউনিট । যেমন- কী-বোর্ড · প্রসেসিং-কম্পিউটারে ইনপুট ডেটা গুলি
C.P.U বিশ্লেষণ ও গণনার মাধ্যমে সম্পাদন করে তা হল প্রসেসিং । · মেমোরী স্টোরেজ
–সমস্ত
প্রয়োজনীয় ডেটা মেমোরিতে সঞ্চয় করে এবং প্রয়োজনে প্রসেসিং করে আউটপুট ইউনিটে পাঠানো
। · আউটপুট- কম্পিউটারের প্রবেশ করানো ডেটা
প্রসেসিং হওয়ার পর যে ফলাফল তৈরি হয় তা আউটপুট ইউনিট (মনিটর,প্রিন্টার ইত্যাদি)দ্বারা
প্রকাশ হয়। |
৫ |
ইনপুট ইউনিট কি ? উদাহরণ দাও |
উঃ- |
যে যন্ত্রাংশের
সাহায্যে ব্যবহারকারী কম্পিউটারে ডেটা দিতে পারে তাকে ইনপুট ইউনিট বলে । যেমন- · Keyboard · Mouse · বারকোড · পাঞ্চকার্ড |
৬ |
আউটপুট ইউনিট কি ?উদাহরণ দাও |
উঃ- |
কম্পিউটারের
প্রসেসিং এর পর সঞ্চিত ডেটাকে বা ফলাফলকে প্রকাশ করার জন্য প্রয়োজনীয় অংশটি হল আউটপুট
ইউনিট ।যেমন- · Monitor · Printer · প্লাটার · সাউন্ড বক্স |
৭ |
ইনপুট ডিভাইসের তিনটি কাজ লেখ ? |
উঃ- |
· বইরের নির্দেশ গ্রহণ করা । · সেই নির্দেশগুলি কম্পিউটারের ভাষায়
পরিবর্তন করা । · পরিবর্তিত নির্দেশকে প্রসেসিং-
এ পাঠানো |
৮ |
প্রসেসিং ডিভাইসের তিনটি কাজ লেখ ? |
উঃ- |
· ইনপুট ডিভাইস দ্বারা আগত নির্দেশগুলি
গ্রহন করা । · কম্পিউটারের সমস্ত প্রকার যোগ,বিয়োগ,গুন,ভাগ,ছোট
বড় নির্নয়,তথ্য সঞ্চয় প্রভৃতি করা । · প্রসেসিং সম্পূর্ণ ফলাফল গুলিকে
আউটপুট ডিভাইসে পাঠানো । |
৯ |
আউটপুট ডিভাইসের তিনটি কাজ লেখ ? |
উঃ- |
· C.P.Uএর প্রসেসিং ফলাফল আউটপুট
ডিভাইস মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই । · প্রিন্টারের মত আউটপুট ডিভাইসের
মাধ্যমে প্রসেসিং করা ফলাফল গুলি প্রিন্ট করি । · সাউন্ড বক্সের মতো আউটপুট ডিভাইসের
মাধ্যমে আমরা শুনতেও পাই । |
১০ |
C.P.U এর কয়টি অংশ নিয়ে গঠিত এবং এদের কাজ কি ? |
উঃ- |
C.P.U এর প্রধান
দুটি অংশ- · A.L.U (Arithmetic Logic
Unit) · C.U(Control Unit) A.L.U এর
কাজ হল যোগ,বিয়োগ,গুন,ভাগ ইত্যাদি অথাৎ সমস্ত রকম গাণিতিক কাজ সম্পন্ন করা । C.U এর
কাজ হল সমম্ত রকম কাজগুলিকে নিয়ন্ত্রন করা । |
No comments:
Post a Comment