Learn basic computer questions and answers in bengali ( Part-3)

Learn basic computer questions and answers in bengali ( Part-3)

কম্পিউটার বিষয়ে ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-৩ এর মাধ্যমে ১২ (২১-৩২) টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।


২১

কম্পিউটারের প্রজন্মকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি এবং তাদের সময় সীমা উল্লেখ কর ?

উঃ-

কম্পিউটারের প্রজন্মকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে-

·       প্রথম প্রজন্ম-১৯৪৭ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত

·       দ্বিতীয়  প্রজন্ম-১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত

·       তৃতীয়  প্রজন্ম-১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত

·       চতুর্থ  প্রজন্ম-১৯৭৫থেকে ১৯৮৪ সাল পর্যন্ত

·       পঞ্চম  প্রজন্ম-১৯৮৫ থেকে বর্তমান সময় পর্যন্ত

 

২২

প্রত্যেক প্রকার প্রজন্মের প্রধান যন্ত্রাংশের নাম কি ?

উঃ-

·       প্রথম প্রজন্মের প্রধান যন্ত্রাংশের নাম - ভ্যাকুয়াম টিউব(VACUUM TUBE)

·       দ্বিতীয়  প্রজন্মের প্রধান যন্ত্রাংশের নাম –ট্রানজিস্টার

·       তৃতীয় প্রজন্মের প্রধান যন্ত্রাংশের নাম –ইন্ট্রিগ্রেড সার্কিট(IC)

·       চতুর্থ প্রজন্মের প্রধান যন্ত্রাংশের নাম –LSIC,VLSIC এবং মাইক্রোপ্রসেসর

·       পঞ্চম  প্রজন্মের প্রধান যন্ত্রাংশের নাম –আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(AL) এবং KIPS

২৩

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট লেখ ?

উঃ-

·       এই প্রজন্মের কম্পিউটার আকারে বৃহৎ ।

·       প্রোগ্রাম লেখার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ।

·       তথ্য ইনপুট ও আউটপুটের জন্য পাঞ্চকার্ড ব্যবহার করা হয় ।

·       তথ্য সঞ্চয়ের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয় ।

২৪

দ্বিতীয়  প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট লেখ ?

উঃ-

·       এই প্রজন্মের কম্পিউটার আকারে বৃহৎ ।

·       প্রোগ্রাম লেখার জন্য অ্যাসেম্বলি ও হাইলেভেল   ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ।

·       তথ্য ইনপুট ও আউটপুটের জন্য পাঞ্চকার্ড ব্যবহার করা হয় ।এছাড়া তথ্য ইনপুটের জন্যও ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয় ।

·       তথ্য সঞ্চয়ের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয় ।

২৫

তৃতীয়  প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট লেখ ?

উঃ-

·       আকারে অপেক্ষাকৃত ছোট এবং গতি বেশি ।

·       ইনপুট ডিভাইস হিসাবে মাউস ,কী-বোর্ড ব্যবহার হয় ।

·       আউটপুট ফলাফল প্রকাশের জন্য মনিটর ব্যবহার করা হয় ।

·       হাইলেভেল   ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ।

·       তথ্য সঞ্চয়ের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয় ।

২৬

চতুর্থ  প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট লেখ ?

উঃ-

·       আকারে আরও ছোট ।

·       গতি ও তথ্য সঞ্চয়ের ক্ষমতা বেশি ।

·       ইন্টারনেটের প্রচলন শুরু হল ।

·       হাইলেভেল ও SQL ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা শুরু ।

২৭

পঞ্চম  প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট লেখ ?

উঃ-

·       নিজেস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তি সম্পন্ন ।

·       অনেক বেশি গতি ও তথ্য সঞ্চয় ক্ষমতা সম্পন্ন ।

·       প্যারালাল প্রসেসিং সম্পূর্ণ ।

২৮

প্রথম প্রজন্মের কম্পিউটারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ ?

উঃ-

সুবিধা-

·       গঠন খুব সরল ।

·       তথ্য সঞ্চয় করা যায় ।

অসুবিধা-

·       আকার বৃহৎ ।

·       গতি মন্থর ।

·       প্রচুর তাপ উৎপাদনকারী ।

·       বিদ্যুৎ খরচ বেশি ।

·       রক্ষাণাবেক্ষন করা কঠিন ।

২৯

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ ?

উঃ-

সুবিধা-

·       বিদ্যুৎ খরচ ও তাপ উৎপাদন কম ।

·       প্রথম প্রজন্মের তুলনায় আকারে ছোট ও দ্রুততর ।

অসুবিধা-

·       গঠন খুব জটিল ।

·       শীততাপ নিয়ন্ত্রনের প্রয়োজন ।

·       রক্ষনাবেক্ষণ সমস্যাময় ।

৩০

তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ ?

উঃ-

সুবিধা-

·       গতি অনেক বেশি ।

·       আকারে অপেক্ষাকৃত ছোট ।

·       উৎপাদন ও বিদ্যুৎ খরচ কম ।

·       অনেক বেশি তথ্য সঞ্চয় করা যায় ।

·       রক্ষনাবেক্ষন খরচ কম ।

অসুবিধা-

·       শীততাপ ব্যবস্থার প্রয়োজন ।

·       গঠনগত দিক থেকে জটিল ।

৩১

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ ?

উঃ-

সুবিধা-

·       আকারে ক্ষুদ্র হওয়ায় সহজে বহন করা যায় ।

·       তথ্য সঞ্চয় ক্ষমতা ও গতি অপেক্ষাকৃত বেশি ।

·       উৎপাদন ও রক্ষনাবেক্ষণ খরচ কম ।

অসুবিধা-

·       গঠনগত দিক থেকে জটিল ।

·       যে সফ্টওয়ারগুলি ব্যবহার করা হয় তা জটিল ।

৩২

পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ ?

উঃ-

সুবিধা-

·       নিজস্ব চিন্তা শক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহনে সক্ষম ।

·       একই সময়ে একাধিক জটিল কাজ করা সম্ভব ।

·       দ্রুতগতি সম্পন্ন ।

·       বিপুল তথ্য সঞ্চয় করা সম্ভব ।

অসুবিধা-

·       উৎপাদন ব্যায় অনেকটাই বেশি ।

 

previous class----------


Next class ----------------

No comments:

Post a Comment