50 Basic Computer Short Questions and Answers in bengali

 

50 Basic Computer Short Questions and Answers in bengali

বাংলায় 50 টি প্রাথমিক কম্পিউটারের অতি- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানুন যা কম্পিউার শিক্ষার ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজে আসবে ।এছাড়াও কম্পিউটার বিষয়ে সত্য ও মিথ্যা,সঠিক উত্তর নির্বাচন,শূন্যস্থানপূরণ,সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ইত্যাদি জানতে আমাদের পৃষ্টা গুলি অনুশরণ করুন।

কম্পিউটার বিষায়ক অতি-সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

 

কি থেকে কম্পিউটার শব্দটি উৎপত্তি হয় ?

উঃ-

কম্পিউট(Compute) বা গণনা শব্দ থেকে কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়।

কম্পিউটার কি ?

উঃ-

কম্পিউটার হল বিদ্যুৎ চালিত দ্রুতগতি সম্পূর্ণ গণক যন্ত্র ।

ডেটা কি ?

উঃ-

সংখ্যা,ছবি,বর্ণ,শব্দ ইত্যাদিকে ডেটা বলে ।

ক্যাশ মেমোরী কোথায় অবস্থান করে ?

উঃ-

RAM ও CPU এর মাঝে

কোন মেমোরীর স্থায়ীভাবে তথ্য ধরে রাখার ক্ষমতা নেই ?

উঃ-

RAM

ROM কোন ধরনের মেমোরী ?

উঃ-

প্রাইমারী

ডটম্যাট্রিক্স প্রিন্টারের নীচে কোন উপাদানটি ব্যবহৃত হয় ?

উঃ-

রিবন

LCD মনিটরগুলিতে কী জাতীয় পদার্থ ব্যবহার করা হয় ?

উঃ-

তরল স্ফটিক

F1 – F12 কী গুলি পাওয়া যায় কোন যন্ত্রাংশে ?

উঃ-

কী-বোর্ডে

১০

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(AI) কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় ?

উঃ-

পঞ্চম

১১

প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান যন্ত্রাংশ কি ?

উঃ-

VACUUM TUBE

১২

ENIAC কোন প্রজন্মের কম্পিউটার ?

উঃ-

প্রথম প্রজন্মের

১৩

ROM এর সম্পূর্ণ নাম কি ?

উঃ-

READ ONLY MEMORY

১৪

কোন কী দ্বারা দুটি অক্ষর বা শব্দের মাঝে ব্যবধান সৃষ্টি করা যায় ?

উঃ-

স্পেসবার

১৫

কোন কী প্রেস করে কম্পিউটারকে পুনরায় স্টার্ট করা যায় ?

উঃ-

CTRL+ALT+DEL

১৬

কোন কী ব্যবহার করে কারসারকে লাইনের শেষ অক্ষরে নিয়ে যেতে পারি ?

উঃ-

END কী

১৭

কোন কী দ্বারা কোনো ফাইল সেভ করা যায় ?

উঃ-

CTRL+S

১৮

ডানদিক থেকে বাম দিকের অক্ষরগুলি পরপর মুছে ফেলা যায় কোন কী প্রেস করে ?

উঃ-

BACKSPACE

১৯

সহজে বহনযোগ্য কম্পিউটার কি ?

উঃ-

ল্যাপটপ

২০

কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয় কোন কম্পিউটার ?

উঃ-

অ্যানালগ

২১

সঠিক ও সূক্ষ্ম ফলাফলের জন্য কোন কম্পিউটার ব্যবহৃত হয় ?

উঃ-

অ্যানালগ

২২

কার্যগত দিক থেকে কম্পিউটার কয় প্রকার ?

উঃ-

তিন প্রকার

২৩

কিসের সাহায্যে কোনো নির্দেশ সরাসরি কম্পিউটারে প্রবেশ করানো যায় ?

উঃ-

কী-বোর্ড

২৪

কিসের সাহায্যে অপটিক্যাল মাউস পরি চালনা করা হয় ?

উঃ-

আলোক রশ্মি

২৫

কিসের দ্বারা কম্পিউটার স্ক্রীনে স্কেচ করা যায় ?

উঃ-

লাইট পেন

২৬

প্রসেসিং এর পর প্রাপ্ত ফলাফলগুলি দেখানোর জন্য প্রয়োজনীয় অংশটি কি ?

উঃ-

আউটপুট

২৭

কম্পিউটার কোন নির্দেশগুলিকে বিশ্লেষণ করে ?

উঃ-

ইনপুট

২৮

অঙ্কিত চিএের কোনো অংশে রঙ স্প্র করতে কোন টুলটি ব্যবহার করা হয় ?

উঃ-

SPRAYCAN

২৯

ছবির ভিতরের অংশ রঙ দ্বরা ভরটি করতে কোন টুলটি ববহার করা হয় ?

উঃ-

FLOOD FILL

৩০

রঙচটা ছবিকে নতুনভাবে রঙ করতে কোন অপশনটি ব্যবহর করা হয় ?

উঃ-

COLOR SIMILARITY

৩১

কালার ট্যাবলেটে ফোরগ্রউন্ড এবং ব্যাকগ্রাউন্ড-এর রঙ বোঝাতে দুটি কি ব্যবহার করা হয় ?

উঃ-

COLOR PALETTE

৩২

ইরেজার টুলটিকে ছোট করতে কোন বাটন ব্যবহার করা হয় ?

উঃ-

Ctrl -

৩৩

ইরেজার টুলটিকে বড় করতে কোন বাটন ব্যবহার করা হয় ?

উঃ-

Ctrl +

৩৪

সম্পূর্ণ ছবিটিকে সিলেক্ট করতে কী-বোর্ড থেকে কোন কী প্রেস করতে হয় ?

উঃ-

CTRL+A

৩৫

পুরনো কোনো ফাইলকে অন্য নামে সঞ্চয় করতে কোন অপশনটি ব্যবহ্ত হয় ?

উঃ-

SAVE AS

৩৬

যে-কোনো লাইনকে সুবিধামতো বাঁকাতে কোন টুলটি ব্যবহার হয় ?

উঃ-

কার্ভ টুল

৩৭

টাইটেল বারের নিচের অঞ্চলটি কি ?

উঃ-

ফাইলমেনু

৩৮

ট্র্যাশ আইকনটি কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ-

ডেস্কটপে

৩৯

কম্পিউটার চালু হওয়ার সময় যে বিপ শব্দটি হয় তা থেকে কি বোঝা যায় ?

উঃ-

কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ ঠিক আছে।

৪০

RANDAM ফাইল অর্গানাইজেশনকে কি ফাইল বলা হয় ?

উঃ-

Direct Access file

৪১

পরস্পরের সম্পর্কিত একাধিক রেকর্ডে সমষ্টিকে কি বলে ?

উঃ-

File

৪২

পোগ্রাম ফাইল কয় প্রকার ও কি কি ?

উঃ-

দুই প্রকার - সিস্টেম পোগ্রাম ফাইল ও অ্যাপ্লিকেশন পোগ্রাম ফাইল

৪৩

কম্পিউটারের মেমোরির একককে কি বলে ?

উঃ-

বাইট

৪৪

বিট(bit)-এর পুরো কথাটি কি ?

উঃ-

Bachelor of Information Technology

৪৫

ASCII-এর পুরো কথাটি কি ?

উঃ-

American Standard code for Information Interchange

৪৬

ASCII কোডিং পদ্ধতিতে এক একটি ক্যারেকটারকে কয়টি বিট দ্বারা প্রকাশ করা হয় ?

উঃ-

7টি

৪৭

পেন ড্রাইভকে কম্পিউটারের কোন পোর্ট-এ যুক্ত করতে হয় ?

উঃ-

USB

৪৮

দুটি সেকেন্ডারি মেমোরি স্টোরেজ ডিভাইসের নাম লেখ ?

উঃ-

ফ্লপি ও হার্ড ডিক্স

৪৯

DVD-এর পুরো নাম কি ?

উঃ-

ডিজিটাল ভার্সাটাইল ডিক্স

৫০

EEPROM-এর পুরো কথাটি কি ?

উঃ-

ইলেকট্রিক্যাল ইরেসেবল প্রোগ্রামেবল রম

 এছাড়া উপরের এই প্রশ্ন উত্তর গুলি নিচের দুটি ভিডিও এর মাধ্যমে শিখতে পারেন--ভিডিও-১ (১-২৫)  এবং ভিডিও-২ (২৬-৫০)

 Next class--------------


No comments:

Post a Comment