বাংলা ভাষায় কম্পিউটারের সাধারণ জ্ঞনের প্রয়োজনীয় ৮টি পার্থক্য শিখুন-১)পার্সোনাল ও পোর্টেবল কম্পিউটারের পার্থক্য ২)মেকানিক্যাল মাউস ও অপটিক্যাল মাউস এর পার্থক্য ৩)CRT মনিটর ও LCD মনিটর এর পার্থক্য ৪)LCD ও LED মনিটর এর মধ্যে পার্থক্য ৫)সিস্টেম সফ্টওয়্যার ও অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার এর পার্থক্য ৬)ইমপ্যাক্ট ও নন- ইমপ্যাক্ট প্রিন্টার এর মধ্যে পার্থক্য ৭) হার্ড ডিক্স ও ফ্লপি ডিক্স এর মধ্যে পার্থক্য ৮)RAM ও ROM এর মধ্যে পার্থক্য ।এই সকল পার্থক্যগুলি কম্পিউটার শিক্ষায় আপনার যথেষ্ট সহযোগী হবে ।
পার্সোনাল ও পোর্টেবল কম্পিউটারের
পার্থক্য
|
পার্সোনাল
কম্পিউটার |
|
পোর্টেবল
কম্পিউটার |
১ |
আকৃতি এই কম্পিউটার
পোর্টেবল কম্পিউটারের থেকে অনেক বড় । |
১ |
আকৃতি এই কম্পিউটার
পার্সোনাল কম্পিউটারের থেকে অনেক ছোট । |
২ |
এই কম্পিউটার
গুলির ওজন বেশি । |
২ |
এই কম্পিউটার
গুলির ওজন কম । |
৩ |
সহজে বহনযোগ্য
নয় । |
৩ |
সহজে বহনযোগ্য
। |
৪ |
পোর্টেবল কম্পিউটারের
চেয়ে দাম কম । |
৪ |
পার্সোনাল
কম্পিউটারের থেকে দাম বেশি । |
৫ |
উদাহরণ-Pentium
III,Pentium Iv . |
৫ |
উদাহরণ- ল্যাপটপ,পামটপ,নোটসবুক
ইত্যাদি । |
মেকানিক্যাল মাউস ও অপটিক্যাল মাউস
এর পার্থক্য
|
মেকানিক্যাল
মাউস |
|
অপটিক্যাল
মাউস |
১ |
এই
মাউসের তিনটি বাটন অর্থাৎ লেফ্ট,রাইট ও মিডিল বাটন থাকে । |
১ |
এই
মাউসের দুটি বাটন অর্থাৎ লেফ্ট,রাইট বাটন থাকে এবং মাঝে একটি চাকাযুক্ত স্ক্রল বাটন
থাকে । |
২ |
মাউসের
নিচের দিকে একটি গর্ত থাকে যার মধ্যে রবারের শক্ত বল থাকে । |
২ |
মাউসের
নিচের দিকে রবারের বলের পরিবর্তে LED থাকে । |
৩ |
রবারের
বলে ধূলো ময়লা লেগে মাউসগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় । |
৩ |
বলের
পরিবর্তে LED থাকায় ধূলো ময়লা ঢোকার সম্ভাবনা থাকে না । |
CRT মনিটর ও LCD মনিটর এর পার্থক্য
|
CRT
মনিটর |
|
LCD
মনিটর |
১ |
এই
ধরনের মনিটরগুলির উপাদান হল ক্যাথোড রে টিউব । |
১ |
এই
ধরনের মনিটরগুলির উপাদান হল তরল স্ফটিক বা কেলাস । |
২ |
ক্যাথোড
রে টিউব ব্যবহারের ফলে মনিটরগুলি আকারে অনেক বড় এবং ভারী হয় । |
২ |
তরল
স্ফটিক বা কেলাস ব্যবহরের ফলে মনিটরগুলি পাতলা এবং ওজনে হালকা হয় । |
৩ |
ওজন
বেশি হওয়ায় সহজে বহনযোগ্য নয় । |
৩ |
ওজন
কম তাই সহজে বহনযোগ্য । |
৪ |
মনিটরগুলি
রাখার জন্য জায়গা বেশি লাগে । |
৪ |
মনিটরগুলি
রাখার জন্য জায়গা বেশি লাগে না । |
LCD ও LED মনিটর এর মধ্যে পার্থক্য
|
LCD
মনিটর |
|
LED
মনিটর |
১ |
এর প্রধান
উপাদান তরল স্ফটিক । |
১ |
এর প্রধান
উপাদান আলোক উৎপাদক ডায়োড । |
২ |
কোনাকুনি বসলে
ছবি অস্পষ্ট দেখায় । |
২ |
কোনাকুনি বসলেও
ছবি স্পষ্ট দেখায় । |
৩ |
বিদ্যুতের
খরচ LED অপেক্ষা বেশি । |
৩ |
বিদ্যুতের
খরচ LCD অপেক্ষা কম । |
সিস্টেম সফ্টওয়্যার ও অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার এর পার্থক্য
|
সিস্টেম
সফ্টওয়্যার |
|
অ্যাপ্লিকেশন
সফ্টওয়্যার |
১ |
কম্পিউটার
চালু করতে হলে সিস্টেম সফ্টওয়্যারের প্রয়োজন । |
১ |
কম্পিউটার
চালু করতে হলে অ্যাপ্লিকেশন সফ্টওয়্যারের প্রয়োজন হয় না । |
২ |
এইগুলি
কম্পিউটারের সিস্টেম কার্যাবলী পরিচালনা করে । |
২ |
এইগুলি
দৈনন্দিন ব্যবহারিক কার্যাবলী সম্পূর্ণ করে । |
৩ |
এই
সফ্টওয়্যারগুলি আপনা আপনি নিয়ন্ত্রিত হয় । |
৩ |
এইগুলি
সিস্টেম সফ্টওয়্যারের দ্বারা নিয়ন্ত্রিত হয় । |
৪ |
যারা
এই সফ্টওয়্যার প্রস্তুত করেন তাদেরকে সিস্টেম প্রোগ্রামার বলে। |
৪ |
যারা
এই সফ্টওয়্যার প্রস্তুত করেন তাদেরকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বলে । |
ইমপ্যাক্ট ও নন- ইমপ্যাক্ট প্রিন্টার
এর মধ্যে পার্থক্য
|
ইমপ্যাক্ট
প্রিন্টার |
|
নন-
ইমপ্যাক্ট প্রিন্টার |
১ |
কালিপূর্ণ
রিবনের সাথে কাগজের স্পর্শে প্রিন্ট হয় । |
১ |
কালিপূর্ণ
কার্টিজ থেকে কাগজের উপর কালি স্প্রে করে প্রিন্ট করা হয় । |
২ |
ছাপানোর সময়
শব্দ সৃষ্টি হয় । |
২ |
ছাপানোর সময়
শব্দ প্রায় সৃষ্টি হয় না বললে চলে । |
৩ |
ছাপার মান
ভালো নয় । |
৩ |
ছাপার মান
ভালো । |
৪ |
কালির খরচ
কম । |
৪ |
কালির খরচ
বেশি । |
হার্ড ডিক্স ও ফ্লপি ডিক্স এর মধ্যে
পার্থক্য
|
হার্ড
ডিক্স |
|
ফ্লপি
ডিক্স |
১ |
হার্ড ডিক্সে
ডেটা ধারন ক্ষমতা অনেক বেশি । |
১ |
ফ্লপি ডিক্স
ডেটা ধারন ক্ষমতা অনেক কম । । |
২ |
ইহাতে ছয়টি
বা তার বেশি প্ল্যাটার থাকে । |
২ |
ইহাতে একটি
মাত্র প্ল্যাটার থাকে । |
৩ |
দ্রুত গতিতে
কাজ করে । |
৩ |
ধীর গতিতে
কাজ করে । |
৪ |
অপেক্ষাকৃত
দামি । |
৪ |
অপেক্ষাকৃত
সস্তা । |
৫ |
সঞ্চিত তথ্য
নষ্ট হওয়ার সম্ভাবনা কম । |
৫ |
সঞ্চিত তথ্য
নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি । |
RAM ও ROM এর মধ্যে পার্থক্য
|
RAM |
|
ROM |
১ |
RAM একপ্রকার
অস্থায়ী মেমোরী । |
১ |
ROM একপ্রকার
স্থায়ী মেমোরী । |
২ |
কোন কারণে
কম্পিউটার বন্ধ হলে সঞ্চিত ডেটা মুছে যায়
। |
২ |
ইহাতে সঞ্চিত
ডেটা সহজে পরিবর্তন হয় না । |
৩ |
সঞ্চয় ক্ষমতা
কম । |
৩ |
সঞ্চয় ক্ষমতা
বেশি । |
No comments:
Post a Comment