Basic Computer True And False Homework In Bengali/বাংলা কম্পিউটার শিক্ষা

 

Basic Computer True And False Homework In Bengali/বাংলা কম্পিউটার শিক্ষা

বাংলা ভাষায় অতি প্রয়োজনীয় ৬৫টি কম্পিউটার বিষায়ক  সত্য এবং মিথ্যার প্রশ্নউত্তর সহ হোমওয়ার্ক । যেগুলি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে জানতে অনেকটা সহায়ক হবে । নিম্নে সম্পূর্ণ বিষয়টি একটি টেবিল আকারে তুলে ধরা হলো ।

computer true false

নং

কম্পিউটার বিষয়

সত্য /মিথ্যা

আধুনিক সভ্যতার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হল কম্পিউটার ।

সত্য

কম্পিউটার হল একটি দ্রুত গতি সম্পন্ন গণক যন্ত্র ।

সত্য

কম্পিউটার গণনার কাজ নির্ভুল ভাবে করতে পারে ।

সত্য

ইনপুট নির্দেশগুলিকে বিশ্লেষণ না করেই কম্পিউটার ফলাফল প্রদান করে ।

মিথ্যা

মেমোরিতে বিপুল পরিমান তথ্য সঞ্চয় করে রাখা যায় না ।

মিথ্যা

কম্পিউটারের পরিশ্রম ক্ষমতা সীমিত ।

মিথ্যা

মেমোরিতে সামান্য পরিমান তথ্য সঞ্চয় করা যায় ।

মিথ্যা

ইনপুট ইউনিটের মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশ দেওয়া হয় ।

সত্য

C.P.U কোনো তথ্য প্রসেসিং করে তার ফলাফল আউটপুট ইউনিটে পাঠায় ।

সত্য

১০

ইনপুট ডিভাইস বাইরের কোনো তথ্য গ্রহন করে না ।

মিথ্যা

১১

জয়স্টিক হল একটি আউটপুট ডিভাইস ।

মিথ্যা

১২

বর্তমানে কী-বোর্ডে ১০৫-১২০ টি কী থাকে ।

মিথ্যা

১৩

ইমপ্যাক্ট প্রিন্টার কাগজে ঘর্ষণ ও শব্দ সৃষ্টি করে প্রিন্ট করে ।

সত্য

১৪

কী-বোর্ড দেখতে অনেকটা টাইপ রাইটারের মতো

সত্য

১৫

কী-বোর্ডের মাধ্যমে কোনও নির্দেশকে সরাসরি কম্পিউটারে প্রবেশ করানো যায় ।

সত্য

১৬

মনিটরের অপর নাম ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট ।

সত্য

১৭

কী-বোর্ড ও লাইট পেন হল একটি আউটপুট ডিভাইস ।

মিথ্যা

১৮

কম্পিউটারে ভিডিও গেমস খেলতে জয়স্টিক ব্যবহার করা হয় ।

সত্য

১৯

মাউসে একাধিক বাটন থাকে ।

সত্য

২০

অপটিক্যাল মাউসের নীচে শক্ত রবারের বল থাকে ।

মিথ্যা

২১

এল.ই.ডি এক ধরনের মনিটর ।

সত্য

২২

মানুষের তৈরি প্রথম গণকযন্ত্রটি হল অ্যাবাকাস ।

সত্য

২৩

জাপানিরা অ্যাবাকাস আবিষ্কার করেন ।

মিথ্যা

২৪

জন নেপিয়ারের যন্ত্রটি নেপিয়ারের বোনস নামে পরিচিত ।

সত্য

২৫

স্লাইড রুলের আবিষ্কর্তা উইলিয়াম ওট্রেড ।

সত্য

২৬

পাস্কালাইন হল প্রথম আবিষ্কৃত যান্ত্রিক ক্যালকুলেটর ।

সত্য

২৭

কম্পিউটারকে এখনো পর্যন্ত পাঁচটি প্রজন্মে ভাগ করা হয় ।

সত্য

২৮

প্রথম প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় ।

মিথ্যা

২৯

তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হয় ।

মিথ্যা

৩০

পঞ্চম প্রজন্মের কম্পিউটারের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তি প্রধান বৈশিষ্ট্য ।

সত্য

৩১

চতুর্থ প্রজন্মের কম্পিউটারে VLSIC চি ব্যবহার করা হয় ।

সত্য

৩২

অ্যানালগ কম্পিউটারে কোনো তথ্যের সূক্ষ্ম ফলাফল পাওয়া যায় না ।

সত্য

৩৩

ডিজিটাল কম্পিউটারগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে ।

সত্য

৩৪

রোবট হল একটি হাইব্রিড কম্পিউটার ।

সত্য

৩৫

মাইক্রো কম্পিউটারগুলি পার্সোনাল কম্পিউটারের শ্রেণীভুক্ত ।

সত্য

৩৬

ডিজিটাল কম্পিউটারগুলি 0 ও 1 সংখ্যা দুটিকে শুধু বুঝতে পারে ।

সত্য

৩৭

হাইব্রিড কম্পিউটারে একাধিক সি.পি.ইউ ব্যবহার হয় ।

সত্য

৩৮

ল্যাপটপ একপ্রকার বহনযোগ্য কম্পিউটার ।

সত্য

৩৯

মাইক্রো কম্পিউটার থেকে ল্যাপটপ কম্পিউটারের কর্মক্ষমতা অনেক বেশি ।

মিথ্যা

৪০

ব্যক্তিগত কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয় ।

মিথ্যা

৪১

সুপার কম্পিউটারগুলি একাধিক নির্দেশ একই সময় পরিচালনা করতে পারে ।

সত্য

৪২

সফ্টওয়্যার হল একাধিক প্রোগ্রামের সমষ্টি ।

সত্য

৪৩

WINDOWS হল একটি অপারেটিং সিস্টেম ।

সত্য

৪৪

সিস্টেম সফ্টওয়্যার কম্পিউটারকে চালু করা যায় না ।

মিথ্যা

৪৫

LIBRE OFFICE একটি সিস্টেম সফ্টওয়্যার ।

মিথ্যা

৪৬

সফ্টওয়্যারগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয় ।

সত্য

৪৭

কী-বোর্ডে দুটি SHIFT কী থাকে ।

সত্য

৪৮

কী-বোর্ডকে কার্যকারিতা অনুযায়ী মূলত চারভাগে ভাগ করা যায় ।

সত্য

৪৯

CAPS LOCK দিয়ে বড় হরফের অক্ষর টাইপ করা যায় না ।

মিথ্যা

৫০

স্পেসবারের সাহায্যে অক্ষর মোছা যায় ।

মিথ্যা

৫১

END কী ব্যবহার করে কারসারকে লাইনের প্রথম অক্ষরে নেওয়া যায় ।

মিথ্যা

৫২

HOME কী ব্যবহার করে কারসারকে লাইনের প্রথম অক্ষরে নেওয়া যায় ।

সত্য

৫৩

কী-বোর্ডে দুটি করে SHIFT ও CTRL বাটন থাকে ।

সত্য

৫৪

মাউসকে দেখতে নেংটি ইঁদুরের মতো ।

সত্য

৫৫

ডট ম্যাট্রিক্স প্রিন্টার এর প্রিন্টিং এর গুনগতমান অনুন্নত

সত্য

৫৬

ইঙ্কজেট প্রিন্টার হল এক ধরনের ইমপ্যাক্ট প্রিন্টার ।

মিথ্যা

৫৭

LED মনিটরে বিদ্যুৎ খরচ বেশি ।

মিথ্যা

৫৮

প্লাজমা মনিটরের মধ্যে তরল পদার্থ থাকে ।

মিথ্যা

৫৯

ইঙ্কজেট প্রিন্টারে ছাপার খরচ বেশি ।

সত্য

৬০

ক্যাথোড রে টিউব যুক্ত মনিটরগুলিকে CRT মনিটর বলে ।

সত্য

৬১

কম্পিউটার মেমোরিতে বিপুল পরিমান তথ্য সঞ্চয় করে রাখতে পারে ।

সত্য

৬২

প্রাইমারি মেমোরি একপ্রকার স্থায়ী মেমোরী ।

মিথ্যা

৬৩

বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে ROM-এর সঞ্চিত তথ্য মুছে যায় না ।

সত্য

৬৪

RAM ও ROM হল কম্পিউটারের প্রাইমারি মেমোরি ।

সত্য

৬৫

PROM-এ সঞ্চিত ডেটাকে আর পরিবর্তন করা যায় না ।

সত্য

 সঠিক উত্তরটি বেছে লেখ--------------



No comments:

Post a Comment