ষষ্ঠশ্রেণীর উপযোগী কম্পিউটারের বেসিক জ্ঞানের জন্য কিছু শূন্যস্থান পূরণ পর্ব-৩ ।যে গুলি অধ্যায়নে কম্পিউটার বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে ।পূর্বের পর্বে ২৬-৫০টি শূন্যস্থান দেওয়া হয়েছিল এবং এই পর্বে ৫১ -৭৬ টি আরও শূন্যস্থান পূরণ দেওয়া হল ।
|
নং |
শূন্যস্থান
পূরণ |
উওর |
|
৫১ |
পোগ্রাম ফাইল
দুই প্রকার যথা……….এবং…………. |
সিস্টেম পোগ্রাম
ফাইল, অ্যাপ্লিকেশন পোগ্রাম ফাইল |
|
৫২ |
অনুভূমিক বিন্যস্ত
সারিগুলিকে………..বলে |
Record |
|
৫৩ |
পরস্পরের সম্পর্কিত
একাধিক রেকর্ডে সমষ্টিকে………বলে |
File |
|
৫৪ |
RANDAM ফাইল
অর্গানাইজেশনকে………ফাইল বলা হয় |
Direct
Access file |
|
৫৫ |
ডাইরেক্টরি
হল একটি বৃহওর………. |
মেমোরি অঞ্চল |
|
৫৬ |
লিনাক্র অপারেটিং
সিস্টেম বেশি সুরক্ষিত কারণ………ছাড়া এতে লগ ইন করা যায় না |
Password |
|
৫৭ |
কম্পিউটার
চালু হওয়ার সময় যে বিপ শব্দটি হয় তা থেকে বোঝা যায়……….. |
কম্পিউটারের
সমস্ত যন্ত্রাংশ ঠিক আছে |
|
৫৮ |
উবুন্টুর ডিফল্ট
ডিস্কটপ হল………… |
GNOME |
|
৫৯ |
ট্র্যাশ আইকনটি
দেখতে পাওয়া যায়……….এ |
ডেস্কটপে |
|
৬০ |
ডেস্কটেপর
একদম উপরের প্যানেলটিকে………প্যানেল বলে |
টপ প্যানেল
বা মেনুবার |
|
৬১ |
টাইটেল বারের
নিচের অঞ্চলটি হল………… |
ফাইলমেনু |
|
৬২ |
…………এ তুলি
পেনসিল ইরেজার ইত্যাদি সরজ্ঞমগুলি থাকে |
KOLOUR
PAINT |
|
৬৩ |
কালার পেইন্ট
হল একটি……….. |
PROGRAMME
APPLICATION |
|
৬৪ |
কানেক্টেড
লাইন টুলটির সাহায্যে একাধিক………আঁকা যায় |
লাইন |
|
৬৫ |
যে-কোনো লাইনকে
সুবিধামতো বাঁকাতে…………টুলটি ব্যবহার |
কার্ভ টুল |
|
৬৬ |
ছবিকে বিভিন্ন
ফরম্যাটে সেভ করা যায় তার মধ্যে একটি হয়…………. |
JPEG |
|
৬৭ |
পুরনো কোনো
ফাইলকে অন্য নামে সঞ্চয় করল…………অপশনটি ব্যবহ্ত |
SAVE AS |
|
৬৮ |
ইরেজার টুলটিকে
বড় করতে…………বাটন ব্যবহার করা হয় |
CTRL+ |
|
৬৯ |
সম্পূর্ণ ছবিটিকে
সিলেক্ট করতে কী-বোর্ড থেকে……….কী প্রেস করতে হয় |
CTRL+A |
|
৭০ |
ইরেজার টুলটিকে
ছোট করতে………….বাটন ব্যবহার করা হয় |
CTRL- |
|
৭১ |
কালার বক্রে
মুলত ………..টি অংশ আছে |
তিনটি |
|
৭২ |
কালার ট্যাবলেটে
ফোরগ্রউন্ড এবং ব্যাকগ্রাউন্ড-এর রঙ বোঝাতে দুটি…………….ব্যবহার করা হয়। |
COLOR
PALETTE |
|
৭৩ |
ছবি থেকে রঙ
বাছাই করতে কালার প্যালেটের………….টুলটি ব্যবহার কর হয় |
পিকার টুলটি |
|
৭৪ |
রঙচটা ছবিকে
নতুনভাবে রঙ করতে…………….অপশনটি ব্যবহর করা হয় |
COLOR
SIMILARITY |
|
৭৫ |
ছবির ভিতরের
অংশ রঙ দ্বরা ভরটি করতে…………..টুলটি ববহার করা হয় |
FLOOD
FILL |
|
৭৬ |
অঙ্কিত চিএের
কোনো অংশে রঙ স্প্র করতে…………..টুলটি ব্যবহার করা হয় |
SPRAYCAN |



No comments:
Post a Comment