Learn basic computer questions and answers in bengali/about Computer Printer Part-9

 

Learn basic computer questions and answers in bengali/about Computer Printer Part-9
Learn basic computer questions and answers in bengali/about Computer Printer 

প্রিন্টার কি ?/ইমপ্যাক্ট প্রিন্টার কি ?/নন-ইমপ্যাক্ট প্রিন্টার কি ?/ইমপ্যাক্ট প্রিন্টারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?/নন-ইমপ্যাক্ট প্রিন্টারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?

৭৬

প্রিন্টার কি ?

উঃ-

প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস । কম্পিউটার মনিটরে দৃশ্যমান ছবি বা লেখাগুলিকে হার্ড কপি হিসাবে কাগজে ছাপানোর জন্য এই প্রিন্টার প্রয়োজন । এই প্রিন্টারের মাধ্যমে সাদা-কালো ও রঙিন দুই রকমের ছবি বা লেখা ছাপানো যায় । ছাপানোর পদ্ধতি অনুযায়ী প্রিন্টারগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়-

·       ইমপ্যাক্ট প্রিন্টার

·       নন- ইমপ্যাক্ট প্রিন্টার

৭৭

ইমপ্যাক্ট প্রিন্টার কি ?

উঃ-

যে প্রিন্টারগুলিতে কালিপূর্ণ রিবনের সাথে কাগজের স্পর্শের মাধ্যমে ছাপানো হয় সেই প্রিন্টারগুলিকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে ।

যেমন- ডট-ম্যাট্রিক্স , লাইন ও ডেইজি হুইল প্রিন্টার ।

৭৮

নন-ইমপ্যাক্ট প্রিন্টার কি ?

উঃ-

যে প্রিন্টারগুলিতে কালিপূর্ণ কার্টিজ থেকে কালি কাগজে সরাসরি স্পর্শ না করে স্প্রে এর মাধ্যমে প্রিন্ট করে সেই প্রিন্টারগুলিকে নন-ইমপ্যাক্ট প্রিন্টার বলে ।

যেমন-লেসার,থার্মাল ও ইঙ্কজেট/ডেস্কজেট প্রিন্টার ।

৭৯

ইমপ্যাক্ট প্রিন্টারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?

উঃ-

ইমপ্যাক্ট প্রিন্টারের সুবিধা-

·       কালির খরচ ও অর্থ ব্যয় কম ।

·       ছাপানো লেখা বহুদিন থাকে ।

ইমপ্যাক্ট প্রিন্টারের অসুবিধা-

·       প্রিন্ট ভালো মানের হয় না ।

·       রঙিন প্রিন্ট হয় না ।

·       প্রিন্টের সময় শব্দ হয় ।

·       কালি শেষ হলে রিবন পরিবর্তনে সমস্যা হয় ।

 

৮০

নন-ইমপ্যাক্ট প্রিন্টারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?

উঃ-

নন-ইমপ্যাক্ট প্রিন্টারের সুবিধা-

·       রঙিন ছবি বা লেখা প্রিন্ট করা যায় ।

·       প্রিন্টের মান উন্নত ।

·       এই প্রিন্টারে অনেক কম শব্দ হয় ।

·       কার্টিজ বদলের সমস্যা থাকে না ।

·       এই প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায় ।

নন-ইমপ্যাক্ট প্রিন্টারের অসুবিধা-

·       প্রিন্টারে কালি ও প্রিন্টের খরচ বেশি ।

·       প্রিন্টের উপর জল বা তরল পদার্থ পড়লে তা নষ্ট হয়ে যায় ।

৮১

ডট ম্যাট্রিক প্রিন্টার কি ?

উঃ-

ডট ম্যাট্রিক একটি ইমপ্যাক্ট প্রিন্টার । ইহা প্রিন্টের নির্দেশ পাওয়া মাত্র প্রতি সেকেণ্ডে ৪০ থেকে ২৫০টি অক্ষর ডট বা বিন্দুর সাহায্যে বামদিক থেকে ডানদিকে প্রিন্ট করতে থাকে ।

৮২

লাইন প্রিন্টার কি ? উদাহরণ দাও

উঃ-

লাইন প্রিন্টার একটি ইমপ্যাক্ট প্রিন্টার । এই প্রিন্টারের কালিপূর্ণ রিবনটির উপর হাতুড়ির আঘাতে এক একটি লাইন একবারে প্রিন্ট হয় । এই প্রিন্টার প্রতি মিনিটে ৩০০ থেকে ২৫০০ লাইন পর্যন্ত প্রিন্ট করে ।

উদাহরণ- চেন প্রিন্টার ও ড্রাম প্রিন্টার

৮৩

লেজার প্রিন্টার কি ?

উঃ-

লেজার প্রিন্টার একটি নন-ইমপ্যাক্ট প্রিন্টার । ইহা লেজার রশ্মির সাহায্যে যে কোনো ডকুমেন্টের ইমেজ গ্রহন করে শব্দহীন ভাবে মিনিটে ১৪ থেকে ১৫ পাতা পর্যন্ত প্রিন্ট করতে পারে  । তাই বর্তমানে এই প্রিন্টারের ব্যবহার সবচেয়ে বেশি ।

৮৪

ইঙ্ক-জেট প্রিন্টার কি ?

উঃ-

ইঙ্ক-জেট প্রিন্টার একটি নন-ইমপ্যাক্ট প্রিন্টার । এই প্রিন্টারে রঙিন  ও কালো দুই ধরনের কার্টিজ থাকায় নলেজের সাহায্যে কালিকে স্প্রে করে দুই ধরনের প্রিন্ট করা যায় ।

 Previous-------------------------



Learn basic computer questions and answers in bengali/about Monitor Part-8

Learn basic computer questions and answers in bengali/about Monitor Part-8

 Learn basic computer monitor questions and answers in bengali

মনিটর কি ?/মনিটর কয় রকম ও কি কি ?/CRT মনিটর কি ?/LCD মনিটর কি ?/LED মনিটর কি ?/প্লাজমা মনিটর(PDP) কি ?

৭০

মনিটর কি ?

উঃ-

মনিটর হল কম্পিউটারের একটি গুরত্বপূর্ণ আউটপুট ডিভাইস ।এর অপর নাম VDU(ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ) । এই মনিটরের পর্দায় সমস্ত নির্দেশ, ছবি,লেখা ইত্যাদি ফুটে ওঠে । এটি দেখতে অনেকটা টেলিভিশনের মতো যা রঙিন ও সাদা-কালো দুই রকম ব্যবহার হয় ।

৭১

মনিটর কয় রকম ও কি কি ?

উঃ-

মনিটর সাধারণত চার প্রকার-

·       CRT মনিটর

·       LCD মনিটর

·       LED মনিটর

·       প্লাজমা মনিটর

৭২

CRT মনিটর কি ?

উঃ-

CRT কথার পুরো অর্থ “ক্যাথোড রে টিউব” । এই মনিটর গুলি আকারে বেশ বড়,ভারী এবং অনেকটা জায়গা জুড়ে থাকে । এই মনিটর গুলি বিদ্যুৎ ব্যয় বেশি হওয়ায় বর্তমানে এই মনিটরের ব্যবহার অনেক কমে গিয়েছে ।

৭৩

LCD মনিটর কি ?

উঃ-

LCD কথার অর্থ “লিক্রুইড ক্রিস্টাল ডিসপ্লে  বা তরল স্ফটিক” । এই মনিটর গুলি হালকা,পাতলা এবং সহজে বহনযোগ্য । বেশি জায়গা লাগে না এবং বিদ্যুৎ খরচ কম । মনিটরের পর্দায় সোজাসুজি না দেখলে অস্পষ্ট দেখায় এবং পর্দায় ছুচালো কিছুর চাপ লাগলে মনিটরের পর্দা ফুটো হয়ে যায় ।

৭৪

LED মনিটর কি ?

উঃ-

LED কথার অর্থ “ লাইট এমিটিং ডায়োড ” । এই মনিটর গুলি হালকা,পাতলা এবং সহজে বহনযোগ্য । বেশি জায়গা লাগে না এবং বিদ্যুৎ খরচ কম । এই মনিটরের পর্দা থেকে যে কোনো প্রান্তে বসে স্পষ্ট দেখা যায় ।

৭৫

প্লাজমা মনিটর(PDP) কি ?

উঃ-

PDP কথার অর্থ “ প্লাজমা ডিসপ্লে প্যানেল” । আধুনিক প্রযুক্তিতে তৈরি  এই মনিটরের মধ্যে গ্যাসীয় পদার্থ থাকে যা  বৈদ্যুৎ দ্বারা চার্জ পেয়ে আয়নিত হয়ে মনিটরের পর্দায় ছবিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে ।

 Previous--------------------


NEXT-----------------------



Learn basic computer questions and answers in bengali (Part-07)/About computer mouse

Learn basic computer questions and answers in bengali (Part-07)/About computer mouse


 কম্পিউটার Mouse বিষয়ে ০৮টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-৭ এর মাধ্যমে ০৮ (৬২-৬৯) টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।


৬২

মাউস কি ?

উঃ-

মাউস শব্দের অর্থ নেংটি ইঁদুর । ইহা একটি ইনপুট ডিভাইস ।এই ডিভাইসটি ডিম্বাকার ইঁদুরমুখো হওয়ায় একে মাউস বলে ।এই মাউসের সাথে একটি লম্বা তার যুক্ত থাকে এবং মসৃন তলের উপর রেখে মাউসটি ঘোরালে মনিটরে একটি তীর চিহ্নের মত একটি পয়েন্ট নড়াচড়া করে এই পয়েন্টকে মাউস পয়েন্ট বা Cursor পয়েন্ট বলে ।

৬৩

মাউস কয় প্রকার ও কি কি ?

উঃ-

মাউস প্রধানত চার প্রকার-

·       বল মাউস বা মেকানিক্যাল মাউস ।

·       অপটিক্যাল মাউস ।

·       ওয়্যারলেস মাউস ।

·       ট্রাকবল মাউস ।

৬৪

বল মাউস বা মেকানিক্যাল মাউস কি ?

উঃ-

বল মাউস বা মেকানিক্যাল মাউসের নিচের দিকে একটি শক্ত নিরেট বল থাকে । দুটি চাকা যুক্ত রোলার বলটির দু-পাশে লাগানো থাকে । বলটি নড়াচড়া করলে রোলার দুটি ঘোরে । মাউসটিকে নড়াচড়া করালে মাউসের মধ্যে থাকা সেন্সারটি কারসারটি মনিটরের পর্দায় বিভিন্ন অংশে নিয়ে যায় ।

৬৫

অপটিক্যাল মাউস কি ?

উঃ-

অপটিক্যাল মাউস এর নিচে একটি LED ও একটি ছোটো সেন্সার থাকায় মাউসটিকে নাড়ালে LED থেকে আলো নির্গত হয় । এই আলোর গতিপথ অনুযায়ী সেন্সার ডিজিটাল সিগন্যাল মাইক্রোপ্রসেসর হয় CPU তে পৌঁছায় । CPU এর নির্দেশ অনুযায়ী কারসারটি মনিটরের পর্দায় নড়াচড়া করে ।

৬৬

ওয়্যারলেস মাউস কি ?

উঃ-

ওয়্যারলেস মাউস বা রিমোট মাউস তার বিহীন হওয়ায় এটিকে অনেকটা দূর থেকে ব্যবহার করা যায় ।CPUএর USBপোর্টের সঙ্গে একটি রিসিভার যন্ত্র যুক্ত থাকায় অনেকটা দূর থেকেও ব্যবহার করা যায় ।

৬৭

ট্রাকবল মাউস কি ?

উঃ-

ট্রাকবল মাউসের উপরে কিংবা পাশে একটি বল থাকে ।মাউসটি একটি শক্ত তলের সঙ্গে আটকানো থাকে ।বলটি ঘুরিয়ে মাউসটি চালোনা করা হয় ।

৬৮

মাউসের কাজগুলি লেখ ?

উঃ-

·       পয়েন্টিং-কোনো আইকন এর উপর মাউসের কারসারটি রাখাকে পয়েন্টিং বলে ।

·       বাম ক্লিক- মাউসের বাম দিকের বাটনটি দিয়ে আইকনে ক্লিক করাকে বাম ক্লিক বলে ।

·       ডান ক্লিক-মাউসের ডান দিকের বাটনটি ক্লিক করে কমাণ্ড তালিকা open করা কে ডান ক্লিক ।

·       ডাবল ক্লিক- মাউসের বাম দিকের বাটনটি খুব দ্রুত দুইবার ক্লিক করাকে ডাবল ক্লিক বলে । এই ডাবল ক্লিক করে কোনো ফাইল,ফোল্ডার ও প্রোগ্রাম open করা হয় ।

·       ড্রাগ এবং ড্রপ- এই পদ্ধতিকে কোনো ফাইল বা ফোল্ডারকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় ।

·       স্ক্রলিং-ইহা একটি চাকার মতো যা মাউসের মাঝখানে থাকে যা উপর নীচ ঘুরিয়ে কোনো পৃষ্ঠা উপর নীচ করা যায় ।

 

৬৯

মাউস ব্যবহার করার নিয়মগুলি কি কি ?

উঃ-

প্রথমে মাউসের উপর হাতের তালুটি রাখতে হয় ।

হাতের তর্জনী আঙুলটি মাউসের বাম বাটনের উপর রাখতে হয় ।

হাতের মধ্যমা আঙুলটি মাউসের ডান বাটনের উপর রাখতে হয় ।

 Previou class----------



Next----------------------------



LEARN COMPUTER KEY BOARD SHORTCUT KEY ( A to Z)/ কী-বোর্ড শর্টকার্ট কী

LEARN COMPUTER KEY BOARD SHORTCUT KEY ( A to Z)/ কী-বোর্ড শর্টকার্ট কী

EASY LEARN COMPUTER KEY BOARD SHORTCUT KEY ( A to Z)/ কী-বোর্ড শর্টকার্ট কী

KEY BOARD SHORTCUT KEY ( A to Z)/ কী-বোর্ড শর্টকার্ট কী

 

Ctrl+A

= All select

Ctrl+B

= Bold

Ctrl+C

= Copy

Ctrl+D

= Font Box

Ctrl+E

= Center

Ctrl+F

= Find Box

Ctrl+G

= Go to Box

Ctrl+H

= Replace Box

Ctrl+I

= Italic

Ctrl+J

= Justify

Ctrl+K

= Hyperlink

Ctrl+L

= Left

Ctrl+M

= Decrease Indent

Ctrl+N

= New page open

Ctrl+O

= Open Box

Ctrl+P

= Print Box

Ctrl+Q

= Default Tab Sating

Ctrl+R

= Right

Ctrl+S

= Save

Ctrl+T

= Increase Indent

Ctrl+U

= Underline

Ctrl+V

= Paste

Ctrl+W

= Temporary Page Closed

Ctrl+X

= Cut

Ctrl+Y

= (Redo)Repeat typing

Ctrl+Z

= Undo Typing